নবাবগঞ্জ উপজেলার গালিমপুরের একটি বাড়িতে আগুনে লেগে ৩টি বসতঘর, এনজিও থেকে তোলা ১ লাখ ২০ হাজার টাকা, স্বর্ণালংকার, ঘরের আসবাবপত্রসহ ৭টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবী।
১৫ জুন শনিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলা গালিমপুর গুচ্ছ গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী জনি মিয়ার বাড়ির রান্নাঘরের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জনি মিয়ার বাড়ির রান্নাঘর আগুন দেখতে পেয়ে এলাকাবাসী এগিয়ে আসে। আগুনের লেলিহান শিখা নিমিষেই তার বসত ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে পারলেও ততক্ষণে ৩টি বসতঘরসহ সব পুড়ে যায়।
জনি মিয়ার জানান, তার ব্যাপক ক্ষতি হয়েছে তার চে বড় চিন্তা কিভাবে এনজিওর ঋণ পরিশোধ করবেন।
নবাবগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মসফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পাড়ে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।