গায়ের জোরে ক্ষমতায় আসার সুযোগ নেই —সালমান এফ রহমান

37
এ দেশে গায়ের জোরে ক্ষমতায় আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। 

এ দেশে গায়ের জোরে ক্ষমতায় আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।

তিনি বলেছেন, ‘বিএনপি-জামায়াত যেভাবে ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এতে করে তাদের জনপ্রিয়তা কমে যাচ্ছে। তাই এসব কর্মকাণ্ড বাদ দিয়ে নির্বাচনে আসুন, নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন। দেশের মানুষের ভোট নিয়ে যদি আপনারা ক্ষমতায় আসতে পারেন আমরা আপনাদের সাধুবাদ জানাব।’৷ গতকাল নিজের নির্বাচনী এলাকা ঢাকার নবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে ৩৭১ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন কালিগঙ্গা নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্পের উদ্বোধন করেন সালমান এফ রহমান। এছাড়া তিনি ৫৪ কোটি টাকা ব্যয়ে বান্দুরা-নয়নশ্রী সেতু প্রকল্পসহ আরো ১০১ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।

 

আপনার মতামত দিন