গাবতলীতে রাতভর জড় হচ্ছে কোরবানির গরু-ছাগল

51
গাবতলীতে রাতভর জড় হচ্ছে কোরবানির গরু-ছাগল

কোরবানির ঈদের বাকি আর মাত্র ছয় দিন। রাজধানীর বৃহত্তম স্থায়ী পশুর হাট গাবতলীতে রাতভর আসছে কোরবানির গরু-ছাগল। মধ্যরাতেও হাটে চলছে বেচা-কেনা। অনেকেই আগেভাগে কিনে নিচ্ছেন কোরবানির পশু।

রাজধানীর গাবতলীর পশুর হাটে ঢাকার আশপাশের এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে কোরবানির পশু।

ব্যবসায়ীরা বলছেন, দেশের বিভিন্ন হাট থেকে গরু কিনে কিছুটা মুনাফার আশায় তারা গাবতলী হাটে আসছেন। রাতে মহাসড়ক ফাঁকা থাকায় ট্রাকে ট্রাকে ঢুকছে গরু। এখনও গাবতলীতে বেচা-কেনা তেমন জমে ওঠেনি। তবে অনেকে মধ্যরাতে এসে হাটে ঘুরছেন ,পশু দেখছেন, দরদাম করছেন।

প্রতিটি উটের দাম চাওয়া হচ্ছে ৭০ লাখ টাকা। দাম শুনে মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতারা। তবে উট দেখতে ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ। কেউ কেউ উটের সাথে ছবি তুলছেন। কেউবা উটগুলোকে একটু ছুঁয়ে দেখছেন।

হাট কর্তৃপক্ষ বলছেন, কোরবানির ঈদ উপলক্ষে হাটের প্রস্তুতি প্রায় শেষের দিকে। আগামী বুধবার থেকে পুরোদমে জমে উঠবে গাবতলীর এই পশু বিক্রির হাট। রাজধানীর বৃহৎ এই হাটে এবার ১০ লাখের বেশি পশু বিক্রির লক্ষ্য ঠিক করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা।

ব্যবসায়ীরা বলছেন,গাবতলীর পশুর হাট পুরোপুরি জমে উঠতে আরও দুই-একদিন লাগবে। আর বৃহস্পতিবার থেকে রাজধানীতে বসবে মোট ২২টি কোরবানির পশুর হাট।

আপনার মতামত দিন