গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা

14
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করেছেন স্টাইল ক্রাফট লিমিটেড নামে এক পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীরা।

বুধবার (২ আগস্ট) সকালের দিকে শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

এসময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে শ্রমিকদের সঙ্গে আলোচনার এক পর্যায়ে শ্রমিকদের কারখানার মূল ফটকের ভেতরে নিয়ে গেলে আড়াই ঘন্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগেও বেশ কয়েকবার একই দাবিতে এই প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা সড়ক অবরোধ করেছিলেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, আজ সকাল ৮টার দিকে কারখানার গেটে এসে দেখেন গেট তালাবদ্ধ। গেটে নোটিশ লাগানো রয়েছে ৭ আগস্ট থেকে কারখানা খোলা। পরে কারখানার কোনো কর্তৃপক্ষ না আসায় তারা সকাল ৮টার দিকে ঢাকা-জয়দেবপুর সড়কে অবরোধ করেন। এসময় তারা বেতন-ভাতার দাবিতে সড়কে যানচলাচল বন্ধ করে বিক্ষোভ করেন।

তারা আরও জানান, কারখানা কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারীদের পাওনা পরিশোধের জন্যে একাধিকবার তারিখ ঘোষণা করলেও কালক্ষেপণ করছেন।

আপনার মতামত দিন