ফুলতলায় শিশুর গলায় বেলুন ঢুকে মৃত্যু

215

মুখের ভেতর দিয়ে শ্বাসনালীতে বেলুন ঢুকে শ্বাস বন্ধ হয়ে সাবিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সাবিয়ার বাবা কুয়েত প্রবাসী। বাড়ি ঢালারপাড়, ফুলতলা, দোহার।

শিশুর স্বজনরা জানায়, শুক্রবার বিকেলে একটি বেলুন নিয়ে খেলছিল শিশু সাবিয়া। এসময় হঠাৎ বেলুটি তার গলায় ঢুকে যায়। বাড়ির লোকজন টের পেয়ে অনেক চেষ্টা করেও বেলুনটি গলার ভেতর থেকে বের করতে না পেরে সাবিয়াকে দোহার সদর হাসপাতালে নিয়ে যায়।

সেখানেও চেষ্টা করে শিশুটির গলার ভেতর থেকে বেলুনটি বের করা যায় নি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করে।

চিকিৎসকরা জানায়, বেলুনটি শ্বাসনালীতে ঢুকে পড়ায় দম বন্ধ হয়ে হাসপাতালে আনার পথেই শিশুটি মারা যায়।

আপনার মতামত দিন