বক্সনগরে খেলতে গিয়ে শিশুর অপমৃত্যু

263

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ নবাবগঞ্জ উপজেলায় গলায় গামছার ফাঁস লেগে শ্রাবণী মন্ডল (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ২৫ অক্টোবর শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে বড় বক্সনগরের সাবক হাটির বাবু মন্ডলের মেয়ে।

শুক্রবার সকালে শ্রাবণী তাদের ঘরে চৌকিতে (বিছানা) গামছা ও মশারীর দড়ি নিয়ে দোলনা বানিয়ে একা একা খেলছিল।

খেলার কোনো এক সময় চৌকি থেকে পরে গেলে গলায় গামছা ও মশারীর রশি পেঁচিয়ে যায়। ঘরে শ্রাবণীর কোনো কথাবার্তার আওয়াজ না পেয়ে তার বাবা-মা ঘরে যেয়ে মেয়েকে গামছা ও মশারীর রশিতে চৌকির পাশেই ঝুলে থাকতে দেখে।

সেখান থেকে কে উদ্ধার করে দ্রুত নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত দিন