জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি আয়োজিত সোহরাওয়ারদি উদ্যানে দোহার-নবাবগঞ্জ বিএনপির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গাড়ি বন্ধ থাকার পরও বিএনপি আয়োজিত এই সভায় দোহার-নবাবগঞ্জ থেকে শত বাধা বিপত্তি পেড়িয়ে ঢাকায় উপস্থিত ছিলেন দোহার-নবাবগঞ্জ উপজেলার বিএনপি নেতা কর্মীরা। দোহার ও নবাবগঞ্জ উপজেলার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মূল দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন বিএনপির ডাকা এই মহা সমাবেশে।
দুপুর ১২টার সময় থেকেই দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ধীরে ধীরে মিছিল নিয়ে সোহরাওয়ারদী উদ্যানে প্রবেশ শুরু করে।
ছবিঃ যুবদল
সারা দেশের মতো কাল দোহার-নবাবগঞ্জেও পরিবহন সীমিত ছিল। দোহার নবাবগঞ্জের অধিকাংশ গাড়িই ছাড়ে নি। ফলে দোহার ও নবাবগঞ্জের অধিকাংশ নেতা কর্মী বাস ছাড়াই ভিন্ন ভিন্ন ভাবে ঢাকায় উপস্থিত হয়। তাছাড়া অনেক নেতা কর্মী আগের দিনই ঢাকায় উপস্থিত থাকায় ঢাকার বিভিন্ন জায়গা থেকে এসে সোহরাওয়ারদি উদ্যান বা হাইকোর্টের সামনে উপস্থিত হয়ে সম্মেলিত ভাবে সোহরাওয়ারদি উদ্যানে প্রবেশ করে।
ছবিঃ ছাত্রদল
ছবিঃ যুবদল