খানেপুর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

417

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯.নেট ♦ নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারণ অভিভাবক সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের উপস্থিতিতে খানেপুর উচ্চ বিদ্যালয়ে ২৬ মে সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পযর্ন্ত ৩৭৩ জন ভোটারের মধ্যে একটানা ভোট গ্রহণের মধ্য দিয়ে এ নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচনে মোট ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জন নির্বাচিত হয়েছে। নির্বাচিতরা হলেন, মো. মফজেল হোসেন, মোহাম্মদ সামছুল ইসলাম, শেহের আলী ও নিত্যানন্দ সরকার। এর আগে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে রোকসানা বেগম, সাধারণ শিক্ষক সদস্য পদে কাজী শারফুদ্দিন মাহ্ফুজ ও মোজাফফর আহমেদ, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে আফরোজা আক্তার, দাতা সদস্য পদে সামসুদ্দিন আহমেদ ও প্রতিষ্ঠাতা সদস্য পদে আনিস উদ্দিন আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।

নির্বাচন সম্পন্ন করতে খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন তদারকিতে ছিলেন।

আপনার মতামত দিন