কোরান পোড়ানোর জেরে ইরানে সুইডিশ দূতাবাসের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

10
কোরান পোড়ানোর জেরে ইরানে সুইডিশ দূতাবাসের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

সুইডেনে কোরআন পোড়ানের কর্মসূচির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইরানে। শুক্রবার (২১ জুলাই) রাজধানী তেহরানে সুইডিশ দূতাবাসের সামনে জড়ো হয়ে ক্ষোভ জানায় শিক্ষার্থীরা। খবর রয়টার্সের।
কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানান তারা। শ্লোগান দেন সুইডিশ সরকারের বিরুদ্ধে। দূতাবাস ভবন লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন বিক্ষুব্ধরা। পোড়ানো হয় মার্কিন পতাকাও। কয়েক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মত, বৃহস্পতিবার কোরআন পোড়ানোর কর্মসূচি নেয় সালোয়ান মোমিকাসহ বিতর্কিত দুই ব্যক্তি। কর্মসূচিতে অনুমোদনও দেয় সুইডেনের পুলিশ। ইরাকের দূতাবাসের সামনে দাঁড়িয়ে কোরআন অবমাননা করলেও জনরোষের কারণে আগুন লাগাতে পারেনি পবিত্র গ্রন্থে।
পরে পুলিশের নিরাপত্তায় সরিয়ে নেয়া হয় তাকে। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে মুসলিম বিশ্বে। প্রতিক্রিয়ায় সুইডিশ রাষ্ট্রদূতকে বহিস্কার করে ইরাক।

আপনার মতামত দিন