কোয়ার্টার ফাইনালের আট দলে আর্জেন্টিনা,ব্রাজিল যে অবস্থায় আছে

56

এখন সবাই তাকিয়ে আছে কার হাতে উঠবে বিশ্বকাপ? কাতার বিশ্বকাপ ২০২২, অনেকের মতেই স্মরণকালের সবচেয়ে জমজমাট বিশ্বকাপ, অন্তত মাঠের খেলা তাই বলছে। জাপান হারিয়ে দিচ্ছে জার্মানিকে, সৌদি আরবের বিপক্ষে হেরে যাচ্ছে আর্জেন্টিনা। ক্যামেরুন বাদ পড়ার আগে ব্রাজিলকে হারানোর সুখস্মৃতি নিয়ে বাড়ি ফিরেছে। আর মরক্কো এখন কোয়ার্টার ফাইনালে। কী ছিল না এই বিশ্বকাপে? আর কী কী বাকি আছে? বাকি আছে তৃতীয় স্থানের লড়াইসহ আটটি ম্যাচ আর দশদিনের মধ্যে জানা যাবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের নাম।

এখন সবাই তাকিয়ে আছে কার হাতে উঠবে বিশ্বকাপ? বিশ্বব্যাপী অনেক মানুষ চায় লোকটা হোক লিওনেল মেসি। অনেকে বলছেন নেইমার
কেউ কেউ চান ক্যারিয়ারের শেষ দিনগুলোতে রোনালদোর মুখে হাসি ফুটুক। অনেক ফুটবল সমর্থক আবার চান নতুন কোনও দেশ ইতিহাসের পাতায় নাম লেখাক। অনেকে বলছেন আবারও এমবাপে।

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস, ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া,ইংল্যান্ড বনাম ফ্রান্স,পর্তুগাল বনাম মরক্কো ।

আর্জেন্টিনায় মেসি আছেন

লিওনেল মেসি এখনো পর্যন্ত বিশ্বকাপের সেরা ফুটবলারদের একজন। ব্যক্তিগত পারফরম্যান্স বিচারেও মেসির সেরা বিশ্বকাপ যাচ্ছে এবার। আগে ফাইনাল খেলেছেন, গোল্ডেন বলও পেয়েছেন। কিন্তু এবার পেয়েছেন নক আউট পর্বে গোল। প্রতিবার মেসি বল পাচ্ছেন, কাতারের স্টেডিয়ামগুলোতে সবাই সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে যাচ্ছে। এই বুঝি গোল হলো, করেছেনও তিনটি ইতোমধ্যে। এর মধ্যে মেক্সিকোর বিপক্ষে দূরপাল্লার স্বভাবসুলভ ‘মেসি গোল’ আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ডিফেন্সভেদী এক সুন্দর গোল যে দেখে বিবিসি রেডিও ফাইভ লাইভে রিও ফার্দিনান্দ বলেছেন, মেসি অবিশ্বাস্য। নেদারল্যান্ডসের বিপক্ষে মেসি অবিশ্বাস্য কিছুই করবেন, এমন আশা সমর্থকদের।

অন্য খবর  মিরাজের ফিফটিতে জয়ের পথে বাংলাদেশ 

ব্রাজিল- ফিরছে সাম্বার ছন্দ

গ্রুপ পর্বে ব্রাজিল ছিল স্বাভাবিক, ব্রাজিল দুইটা ম্যাচে জয়, এক ম্যাচে হার, গ্রুপে চ্যাম্পিয়ন। তবে দ্বিতীয় রাউন্ডে উঠেই ব্রাজিল স্টেডিয়ামে ফুটবল খেলেনি কেবল, মানুষের মনে আনন্দের ছন্দও নিয়ে এসেছে। গোল করেছে ব্রাজিল, উদযাপনে দেখিয়েছে ব্রাজিল কেন সাম্বার জন্য বিখ্যাত। রিচার্লিসন, নেইমার, পাকোয়েতা, ভিনিসিয়াস কেউ কারও চেয়ে কম যান না, গোলেও, নাচেও। দক্ষিণ কোরিয়া পাত্তাই পায়নি ব্রাজিলের কাছে।

ব্রাজিলের খেলা দেখে সাবেক চেলসি স্ট্রাইকার ক্রিস সুটন বলেছেন,”ব্রাজিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে অন্যসব দলকে জানান দিল- আমরা এসেছি।”নেইমার চোট কাটিয়ে ফিরেছেন, ব্রাজিলের শক্ত ডিফেন্স এবং দুর্দান্ত এক মাঝমাঠ যেখানে ক্যাসেমিরো আছেন, তারা শক্ত চ্যালেঞ্জই জানাবে ক্রোয়েশিয়াকে।

অতি চমকে দেখা যায়, বিশ্বের সবচেয়ে বেশি পেশাদার গোল করা রোনালদোকে বাইরে রেখেই পর্তুগাল ৬ গোল দিয়েছে সুইজারল্যান্ডের বিপক্ষে। রোনালদো নেমেছিলেন শেষদিকে কিন্তু তাতে তার সমর্থকদের মনের শান্তি ছাড়া কিছু পায়নি পর্তুগাল ।

সমীকরণে যেমন বোঝা যায়, ফাইনালে মেসি বনাম রোনালদোও হতে পারে কিন্তু তাতে কী আসে যায়? রোনালদো শুরুর একাদশে আর সুযোগ পাবেন? বরং রোনালদোর জায়গায় একাদশে সুযোগ পাওয়া গনসালো রামোস করেছেন কাতার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক। রোনালদোর একাদশে ফেরার সম্ভাবনা একরকম শেষ।

আপনার মতামত দিন