ঢাকার অদূরে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের পল্লি বিদ্যুৎ অফিসের সামনের ময়লার স্তূপ থেকে এক নবজাতকের বস্তা বন্দী লাশ উদ্ধার করছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
বুধবার (২১ এপ্রিল) সকালে লোকজন ময়লার স্তূপে মুষ্টি বাধা একটি বস্তা দেখে সন্দেহ হলে তারা বস্তাটি খুলে দেখে বস্তার ভিতর দুই/একদিন বয়সের একটি নবজাতক শিশু। এই শিশুটিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নবজাতকটি উদ্ধার করে নিয়ে যায়।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম (পিপিএম) বলেন, আজ সকালে ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-২ এর সামনে থেকে একটি নবজাতকের বস্তা বন্দী লাশ উদ্ধার করা হয়েছে। তবে নবজাতকের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে কে বা কারা পরিচয় গোপন করতে শিশুটিকে ফেলে গেছে।
আপনার মতামত দিন