কেরানীগঞ্জে বিএনপির মাস্ক বিতরণ

260
কেরানীগঞ্জে বিএনপির মাস্ক বিতরণ

ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলা দক্ষিন বিএনপির উদ্যোগে সর্বস্তরের সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরন করা হয়েছে। শনিবার বিকেলে জিনজিরা ও তেঘরিয়া ইউনিয়নের ওলি-গলি, রাস্তা-ঘাট ও বিভিন্ন মার্কেটসহ অন্যান্য জায়গায় সর্বস্তরের মানুষের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়।

সারা বিশ্বে নতুন করে করোনা সংক্রমনের হার বেড়েছে। শুধুমাত্র শনিবারই সারা বিশ্বে আক্রান্তের হারের নতুন রেকর্ড হয়েছে। একদিনে আক্রান্ত সনাক্ত হয়েছে ৭ লাখ।  বাংলাদেশেও বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমন।  তাই সাধারন মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিন বিএনপি এই মাস্ক বিতরনের উদ্যোগ নেয়।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কৃষকদলের কেন্দ্রিয় নেতা আলহাজ্ব নাজিম উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিন বিএনপির সভাপতি এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু,জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওমর শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক আজাদ হোসেন, মোঃ আশরাফ হোসেন, দক্ষিন কেরানীগঞ্জ থানা যুবদল নেতা হাজী মোর্কারম হোসেন সাজ্জাদ ও মোঃ মানিক হোসেন প্রমুখ।

আপনার মতামত দিন