কেরানীগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতুতে যান চলাচল

ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার অন্তর্গত তারানগর ইউনিয়নের ভাওয়াল গ্রামে অবস্থিত ব্রিজটি মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এক পাশের রেলিং ভেঙে গিয়েছে।

272

ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার অন্তর্গত তারানগর ইউনিয়নের ভাওয়াল গ্রামে অবস্থিত ব্রিজটি মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এক পাশের রেলিং ভেঙে গিয়েছে। রেলিংয়ের রড বের হয়ে আছে। ব্রিজটি ভাওয়াল স্কুল এন্ড কলেজের ঠিক পাশেই অবস্থিত। আটি বাজার থেকে কলাতিয়া বাজার, হযরতপুর বাজার, নবাবগঞ্জের পাড়াগ্রাম, আমিন বাজার বা সাভার যেতে এই ব্রিজটি ব্যবহৃত হয়। স্কুল ও কলেজের হাজার হাজার ছাত্র- ছাত্রী যাতায়াত করে এই ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে। কলাতিয়া বাজার থেকে কাঁচামাল নিয়ে ব্যবসা করেন অনেক ব্যবসায়ী। শত শত রিক্সা, অটোরিকশা, সিএনজি, মালবাহী কাভার ভ্যান ও ট্রাক দিনরাত চলাচল করে এই ব্রিজ দিয়ে। অনেক শিশু শিক্ষার্থীও পায়ে হেটে ব্রিজ পাড় হয়। যে কোন সময় ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা। ভুক্তভোগী জনসাধারণের দাবী অতি তাড়াতাড়ি নতুন করে একটি ব্রিজ করে দেয়া হোক।

আপনার মতামত দিন