কেমন হল দোহার-নবাবগঞ্জের নির্বাচন

334

দশম জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ‘সবদলীয় সরকার’এর মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলামের সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের।

২৭ শতাংশ ভোট কাস্ট হওয়া এই নির্বাচনে বিজয়ী হন সালমা ইসলাম। রোববার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৫০টি আসন ঝুকিপূর্ণ বিবেচনা করলেও কোথাও কোনো দূর্ঘটনা ঘটে নি।

তবে নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল অনেক কম। আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের উপস্থিতি বাড়ানোর চেষ্টা করলেও ভোটারা কেন্দ্রে আসে নি।
বেশিরভাগ ভোট কেন্দ্রেই ভোটারদের লাইন সৃষ্টি হয় নি, দু-চার জনের দল করে ভোটাররা এসেছেন, লাইন না থাকায় সরাসরি ভোট দিয়ে চলে গেছেন। সকালে তীব্র শীতে ভোটারে উপস্থিতি কম ছিল, তবে বেলা বাড়লেও উপস্থিতি খুব বেশি বাড়ে নি। ভোট কেন্দ্রের কর্মকর্তারাও ব্যস্ততায় অস্থির হন নি। নিরুপদ্রপ কেটেছে দিনটি।

আপনার মতামত দিন