নবাবগঞ্জে চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

214

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পলাশচন্দ্র কির্ত্তনিয়া (২৫) নামে এক যুবককে কুপিয়ে তার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার হরিষকুল গ্রামে এ ঘটনা ঘটে। আহত পলাশ হরিষকুল গ্রামের জলধর কির্ত্তনিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে পলাশ নবাবগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে হরিষকুল নিজ বাড়িতে ফিরছিল। হরিষকুলের লোকনাথ মন্দিরের সামনে এলে অজ্ঞাত দুর্বৃত্তরা পেছন থেকে ধারাল অস্ত্র দিয়ে পলাশের পিঠে কোপ দেয়।

আপনার মতামত দিন