১৪ বছরেও দোহার পৌরসভায় নেই আধুনিক নাগরিক সুবিধা

260

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া, রাইপাড়া ও সুতারপাড়া ইউনিয়নের আংশিক অংশ নিয়ে ২০০০ সালে গঠিত হয় দোহার পৌরসভা। সে বছর ২৬ সেপ্টেম্বর প্রথম এবং শেষ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছিল পৌরবাসী। বিগত ১৪ বছর পূর্বে নিবার্চন অনুষ্ঠিত হলেও এরই মাঝে কেটে গেছে এক যুগের বেশি। এলাকাবাসী আধুনিক যে সব সুযোগ সুবিধা পাবে বলে আশা করেছিল তার কিছুই পাচ্ছে না।

সীমানা জটিলতা ও নামকরণ নিয়ে আদালতে মামলা ঝুলে থাকায় আর কোন নির্বাচনও হয়নি কেটে গেছে প্রায় ১৪ বছর। এরই মধ্যে পৌরসভাটি ১ম শ্রেণীতে উন্নীত হয়েছে। কিন্তু দীর্ঘ সময়েও কোনো নাগরিক সুবিধা দিতে পারেনি পৌর কর্তৃপক্ষ।  

পৌর বাসিন্দাদের অভিযোগ, পৌর এলাকার রাস্তা জুড়ে খানাখন্দ আর গর্তে ভরা। নেই প্রাকৃতিক গ্যাস সংযোগ, ড্রেনেজ ব্যবস্থা, পাবলিক টয়লেট, সুপেয় পানির সরবরাহ ব্যবস্থায়, ট্রাফিক, পরিচ্ছন্ন কর্মী, স্বাস্থ্যকর্মী। ডোবা নালার পচা পানিতে মশা মাছির আখড়ায় পরিণত হয়েছে। এমন অবস্থায় শুধু করের বোঝা বহন করছে পৌরবাসী। সড়কবাতি থাকলেও তা নিন্মমানের।

দোহার পৌরসভার ২০১৪/১৫ অর্থ বছরের বাজেটে ৩৫ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ২৯৭ টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেট পেশ করেন মেয়র আব্দুর রহিম মিয়া। বাজেটে নিজস্ব আয়ের লক্ষমাত্রা ধরা হয় ৫ কোটি ৭৮ লাখ টাকার অধিক। উন্নয়ন খাতে আয়ের লক্ষ্য ২৬ কোটি ৩১ লাখের অধিক এবং ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ কোটি ৯২ লাখের অধিক। 

অন্য খবর  নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে কাজ করলে দল থেকে বহিস্কার: মাহবুবুর রহমান

দোহারের বাসিন্দা সম্মিলিত নাগরিক আন্দোলনের আহ্বায়ক হ.আ.ম ওয়াদুদ বলেন, পৌরসভার কোনো সুযোগ সুবিধা না পেলেও করের বোঝা বহন থেকে মুক্তি নেই নাগরিকদের।

জয়পাড়ার রাকিব উদ্দীন রুবেল বলেন, পৌরসভা এলাকায় থাকি এটা মনেই হয় না। শিশু ও নারীদের স্বাস্থ্য সুরক্ষায় তেমন কোনো ব্যবস্থা নেই। 

পৌর এলাকার বাসিন্দা শ্রমিক হারেস বলেন, ১৪/১৫ বছর আগে একবার ভোট দিয়েছি, আর কেউ ভোট নিতে আসলো না। মশা মাছির জ্বালায় ঘরে থাকা যায় না। কিসের পুরসভা। কোনো রকমে থাকি আর কি। 

ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড করম আলী বলেন, নির্বাচন হলে মেয়র ও কাউন্সিলরা উন্নয়ন কাজে উদ্যমী হতো। নতুন প্রতিনিধি হলে কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা থাকত। এখন তো আর ভোটের দরকার নেই। রাস্তাঘাটের বেহাল দশা। গাড়ি তো দূরের কথা হেঁটে চলাও দায়।

এ ব্যাপারে দোহার পৌর মেয়র আব্দুর রহিম মিয়া বলেন, কিছু সমস্যা আছে। খুব শীঘ্রই রাস্তাঘাটসহ নাগরিক সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়া হবে

আপনার মতামত দিন