কার্তিকপুর বাজারে অগ্নিকান্ড , ব্যাপক মালামালের ক্ষয়ক্ষতি

497

ঢাকার দোহার উপজেলার কার্তিকপুর বাজারে আগুনে পুরে গেছে দুটি দোকান। শুক্রবার ( ২৯মে) আনুমানিক ১ টার দিকে এ অগ্নিকান্ড ঘটে। স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে আগুন নিয়ন্ত্রনে আসার পূর্বেই দুটি দোকানের ৪-৫ লক্ষ টাকার মালামাল পুরে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কার্তিকপুর বাজারের কাপর ব্যবসায়ী মোঃ জামান ও জুতা ব্যবসায়ী মনির হোসেনের দোকানে এ অগ্নিকান্ড ঘটে। এ সময় কাপরের দোকানের ৬০% আগুনে পুরে যায় এবং জুতার দোকানের ৯০% আগুনে পুরে যায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা রিজভী আহমেদ জানান, আমাদের ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনতে কাজ করেছে। কিন্তু দেরিতে খবর দেওয়ার ফলে আমরা পৌছানোর পূর্বেই দুটি দোকানের অনেকটা ক্ষতি হয়ে যায়। এরপর এলাকার বাসীর সহযোগিতায় আমরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। এ সময় নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করা হয় বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

আপনার মতামত দিন