দুই দিন পর স্বাভাবিক দোহার নবাবগঞ্জের বিদ্যুৎ সরবরাহ

191
দোহার

কিছুদিন আগেই দেশে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফান। ২ দিন পার না হতেই পুনরায় দেশে আঘাত হানে কালবৈশাখী ঝড়। আর তাতেই ২ দিন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে দোহার ও নবাবগঞ্জ উপজেলা। দোহার ও নবাবগঞ্জ উপজেলায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে পল্লী বিদ্যুৎ বিতরন লাইনের ১৯ টি খুটি হেলে পড়ায় প্রায় ২ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল এ দুই উপজেলায়। পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারীদের  প্রচেষ্টায় বিদ্যুৎ সরবরাহ লাইন মেরামত করে বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়। এমনটি জানিয়েছেন ঢাকা পল্লী বিদ্যুত সমিতি-২ এর উপ-ব্যবস্থাপনা প্রকৌশলী খুরশেদ আলম।

তিনি আরো জানান, টিকরপুর চকে ঢাকা হাসনাবাদ গ্রীড থেকে আসা পল্লী বিদ্যুৎ  লাইনের ১৯টি খুটি গত মঙ্গলবার থেকে হেলে  পড়ে  থাকতে দেখা যায় । যার ফলে দোহার নবাবগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিষয়টি জানার পর পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মচারীদের যৌথ প্রয়াসে খুঁটিগুলি মেরামত করে বৃহস্পতিবার দুপুরের পরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়।

এছাড়াও ঘূর্ণিঝড় আম্ফান ও কালবৈশাখী ঝড়ের প্রভাবে দোহার নবাবগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

আপনার মতামত দিন