কাদের মোল্লার ফাঁসির দাবিতে নবাবগঞ্জে বিক্ষোভ

226

ঢাকার নবাবগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধাগণ মানবতা বিরোধী অপরাধের জন্য কাদের মোল্লার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার বেলা ১১টায় নবাবগঞ্জ উপজেলা সদর মুক্তিযোদ্ধা কার্যালয় থেকে যুদ্ধাকালীন কমান্ডার বদিউজ্জামান বদির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নিয়ে থানা চত্বর ঘুরে শহীদ মিনারে এসে পথসভা করেন।

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন দিলু বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া যুদ্ধাপরাধী কাদের মোল্লার যাবজ্জীবন রায় অপ্রত্যাশিত। বাংলার জনগণ এ রায় প্রত্যাখানকরেছে।”

বিচার প্রক্রিয়া আবার শুরু করে কাদের মোল্লাকে ফাঁসির রায় ঘোষণা করে তা কার্যকর করার জন্য সরকারের প্রতি দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন খানসহ সহকারী কমান্ডার ও উপজেলার মুক্তিযোদ্ধা সদস্যরা।

আপনার মতামত দিন