দোহারের কাটাখালীতে শিক্ষককে লাঞ্ছিত করায় বিক্ষোভ

325

ঢাকার দোহার উপজেলায় শিক্ষককে লাঞ্ছিল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

শনিবার উপজেলার কাটাখালী মিছের খান উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. আবদুল মজিদকে (৫৩) লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে তারাবির নামাজ পড়তে মসজিদে গেলে বিদ্যালয়ের ছাত্র বিধান আহম্মেদসহ কয়েকজন ছাত্র মসজিদের ভেতরে নামাজে বিঘ্ন ঘটায়। এ সময় শিক্ষক মজিদ তাদের শাসন করেন।

নামাজ শেষে মজিদ বিদ্যালয়ের কাছে চায়ের দোকানে চা পান করছিলেন। এ সময় বিধানের বাবা সোনা মিয়া শিক্ষক মজিদকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তক্ষুণি স্থানীয় লোকজন তার প্রতিবাদ করেন।

লাঞ্ছনার প্রতিবাদে পরদিন বেলা ১১টার দিকে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন এবং দোষী ব্যক্তির শাস্তির দাবি জানান।

দোহার থানার সহকারী উপপরিদর্শক মো. রফিক জানান, শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত দিন