করোনা প্রতিরোধে রাইপাড়া ইউনিয়নের মাস্ক বিতরন

200
করোনা প্রতিরোধে রাইপাড়া ইউনিয়নের মাস্ক বিতরন

সারা দেশে করোনা পরিস্থিতি প্রতিদিনই খারাপের দিকে যাচ্ছে। করোনা মোকাবেলায় বর্তমান সরকার জনসচেতনতার দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। তারই ধারাবাহিকতায় সরকার ঘোষিত কর্মসুচিকে সামনে রেখে রায়পাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে জনসচেতনতা মুলক কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় রায়পাড়া ইউনিয়নে সাধারন মানুষের মাঝে সার্জিক্যাল মাস্ক, হাত ধোয়ার সাবান, ব্লিচিং পাউডার বিতরন করা হয়। রায়পাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হকের তত্ত্বাবধানে এই সার্জিক্যাল মাস্ক, হাত ধোয়ার সাবান, ব্লিচিং পাউডার বিতরন করা হয়।

 

 

এই জনসচেতনতা মুলক কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ নেতা সুরুজ আলম সুরুজ,, রাইপাড়া ইউনিয়ন পরিষদের সচিব কবির হোসেন, রাইপাড়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য লাইলা আক্তার (মায়া), সমাজ সেবক রাজিব সরকার। এই সময় তারা বলেন, করোনা প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই। সচেতন না হলে এই ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে না। তাই সবাইকে সচেতন হয়েই এই ভাইরাসকে মোকাবেলা করতে হবে এবং সরকার ঘোষিত নির্দেশনা মেনে চলতে হবে।

আপনার মতামত দিন