কবিতা: স্বপ্নভঙ্গের গল্প

583

স্বপ্নভঙ্গের গল্প

কবি: স্বপ্নবাজ মানুষ

চেয়েছিলাম দূর আকাশ থেকে এক টুকরো মেঘ এনে দিব তোমায়,
বসন্তের নীল আকাশে ডানা মেলব দুজনে
হারিয়ে যাব ধানসিঁড়ি অথবা ইছামতির বুকে
অথবা চারুকলার রাস্তায় হাতে হাত ধরে হাটব সারাটি বিকেল,
দুই কাপ চা অথবা এক প্লেট ফুচকায়
বিকেলটা কেটে যাবে এক নিমেষেই।
কিছুই হয় নি, সব আজ মহাশুন্যের উচ্চতায়,
তাই আজ স্বপ্ন বুনি দিবাস্বপ্ন বা খাতার বুকে।

আপনার মতামত দিন