কক্সবাজারের টেকনাফ পৌরসভার বার্মিজ মার্কেটে আগুন লেগে ১০৪টি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী সংগঠনের নেতারা বলেন, আগুনে প্রায় ১১ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ব্যবসায়ীরা বলেন, গতকাল গভীর রাতে বার্মিজ মার্কেটে কেন্দ্রীয় বিষ্ণু মন্দিরসংলগ্ন একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও বিজিবির একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ মার্কেটে কাপড়, জুতা-স্যান্ডেল, কসমেটিকস, কম্বল, আচার, মুঠোফোনসহ বিভিন্ন ধরনের পণ্যসামগ্রীর দোকানপাট ছিল।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হালিম ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের দলপতি মুকুল কুমার নাথের সঙ্গে কথা বলে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন তাঁরা। মার্কেটের ১৫০টি দোকানের মধ্যে ১০৪টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।