এক হেডলাইট! দোহার- নবাবগঞ্জের মৃত্যুদূত

323

সারা বাংলাদেশের মতো এখন নিয়মিতই দোহার- নবাবগঞ্জে দেখা মিলছে এক হেডলাইট ওয়ালা গাড়ি। এরা দোহার- নবাবগঞ্জের মৃত্যুদূত।

সাধারনত বেশি টাকা আয়ের আশায় এইসব গাড়ির মালিকেরা বছরের পর বছরেও গাড়ির কোন সার্ভিসিং করান না। বড় বড় ট্রাক,বাস থেকে শুরু করে ছোট গতির যান গুলোতেও দেখা যাচ্ছে  এক হেডলাইট ! ফলে রাতের বেলাতে প্রায়ই ঘটছে বড় রকমের দুর্ঘটনা। রাতের বেলাতে দূর থেকে এইসব যান গুলোকে মোটর সাইকেল বলে মনে হয়; এতে বিপরীতগামী যানবাহন থেকে শুরু করে পথচারীরা দুর্ঘটনায় পতিত হচ্ছেন। এদের বিষয়ে পদক্ষেপ নেয়ার যেন কেউ নেই।

চার দেয়ালের মাঝে আবদ্ধ প্রশাসনের এ ব্যাপারে ঘুম ভাংবে কি?

আপনার মতামত দিন