শুরু হল বান্দুরা হলিক্রশের শতবর্ষ পূর্তি উৎসব

310

আজ থেকে শুরু হল বান্দুরা হলিক্রশ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব। সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হবে শতবর্ষ পূর্তি উৎসব।তিন দিন ব্যাপি এই উৎসব চলবে ১৪ জানুয়ারী শনিবার পর্যন্ত। এর আগে ৮ জানুয়ারী বিদ্যালয় কতৃপক্ষের উদ্যোগে  অনুষ্ঠিত হয়েছে আনন্দ র‍্যালী।

এই উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আসছেন দেশ বিদেশের অনেক তারকা সঙ্গীত শিল্পী। এই আয়োজনে গান গাইবেন ভারতের হৈমন্তী শুক্লা, বাংলাদেশের সুবীর নন্দী, আইয়ুব বাচ্চুর এল.আর.বি, আলোচিত কন্ঠশিল্পী আগুন, হৃদয় খান, কণা, আলম আরা মিনু সহ আরো অনেকে।

আজ  প্রথম দিন এই উৎববের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ এম.পি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এ্যাড. আব্দুল মান্নান খান এম.পি, সংস্কৃতি প্রতিমন্ত্রী এ্যাড. প্রমোদ মানকিন এম.পি ও ব্রাদার স্টিফেন বিনয় গোমেজ। অনুষ্ঠানে সভাপত্তিত্ব করবেন আর্চবিশপ প্যাট্রিক ডি. রোজারিও।

১৩ জানুয়ারী শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন আর্চবিশপ পৌলিনুস কস্তার সভাপত্তিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক।

অন্য খবর  নবাবগঞ্জে দুই জনকে কুপিয়ে হত্যা

১৪ জানুয়ারী শনিবার সমাপনী দিনে আর্চবিশপ প্যাট্রিক ডি. রোজারিও সভাপত্তিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এ্যাড. আব্দুল মান্নান খান এম.পি। এই দিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক। আরো থাকবেন এফবিসিসিআই এর সভাপতি এ. কে আজাদ চৌধুরী। আরো থাকবেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম।

তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসাবে আছে একুশে টেলিভিশন ও প্রিন্ট মিডিয়া পার্টনার হিসাবে আছে দৈনিক যুগান্তর।

উল্লেখ্য ৮ ই জানুয়ারি ১৯১২ সালের এই দিনে তৎকালীন বিশপ লিনেবর্নের ঐকান্তিক প্রচেষ্টায় রেভারেন্ড ফাদার জন জে হেনেসির হাত ধরে বান্দুরা হলিক্রশ স্কুল যাত্রা শুরু করে।

আপনার মতামত দিন