উপজেলা নির্বাচনঃ চেয়ারম্যান পদে দোহারে ৩ প্রার্থী

453

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান পদে দোহার থেকে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে এ তথ্য জানা যায়।

আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা এবার অনলাইনে আবেদনের সুযোগ পেয়েছিলেন।

দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন দোহার উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. মেহবুব কবির ও এ.এইচ.এম ফারুক উজ্জামান।

দোহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মো. সালাউদ্দিন, মোহাম্মদ গিয়াসউদ্দিন সোহাগ  ও আব্দুল ওহাব দোহারী।

দোহার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম, আছমা আক্তার, মিতু চৌধুরী।

আপনার মতামত দিন