উদ্ভোধনের অপেক্ষায় নুরনগর মুন্সিনগর ব্রিজ

644

উদ্ভোধনের অপেক্ষায় বারুয়াখালি ইউনিয়নের মানুষের স্বপ্নের নুরনগর মুন্সিনগর ব্রিজ। সব কাজ সম্পন্ন হয়ে এখন শুধু আনুষ্ঠানিক উদ্ভোধনের অপেক্ষায় প্রহর গুনছে ব্রীজটি।

ইতিমধ্যে শেষ হয়েছে ব্রীজের সিংহভাগ কাজ। এখন শুধু রং আর চলাচলের জন্য উন্মোক্ত করে দেয়া বাকি। মে মাসের যেকোন এক দিনে উদ্ভোধন করা হবে বারুয়াখালী ইউনিয়নের মানুষের প্রাণের দাবি এই ব্রীজটি।  এই ব্রিজটির উদ্ভোধনের সাথে নবাবগঞ্জের পশ্চিম অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা যেমন সুগম হবে তেমনি মানিকগঞ্জের সাখেও যোগাযোগ বাড়বে এই উপজেলা বাসীর।

আপনার মতামত দিন