উত্তরায় আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশ ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

16
উত্তরায় আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশ ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

রাজধানীর উত্তরায় বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই সাংবাদিকসহ অন্তত ৮ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

শনিবার বেলা ১২টায় উত্তরার জসিমউদ্দীন এলাকায় আগোরার সামনে এই ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টার দিকে এই এলাকায় জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা সরকার বিরোধী নানা স্লোগান দিতে থাকেন। এতে অংশ নেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের ওপর অ্যাকশনে যায় পুলিশ। সঙ্গে যোগ দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে দুই সাংবাদিকসহ অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

 

আপনার মতামত দিন