দীর্ঘ দিনেও উচ্ছেদ হয় নি কলেজ মোরের অবৈধ বাসস্ট্যান্ড

328

তানজিম ইসলাম, নিউজ ৩৯.নেট ♦ পৌর মেয়রের আশ্বাসের পরেও উচ্ছেদ হয় নি জয়পাড়া কলেজের সামনে অবস্থিত অবৈধ বাস স্যান্ড। পৌর সভার সাইনবোর্ড এর সামনেই রাখা হচ্ছে বাস।

দোহার পৌরসভার মেয়র আব্দুর রহিম মিয়া আশ্বাস দিয়েছিলেন রমজানের আগেই উচ্ছেদ করা হবে এই বাস স্যান্ড অথচ রমজানের ঈদ পার হয়ে গেলেও র্দীঘ দিনেও উচ্ছেদ করা হয় নি। এখানে বাস রাখার ফলে প্রতি নিয়তই সৃষ্টি হচ্ছে যানজট যার শিকার স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা ও সাধারণ জনগণ।

এ ব্যাপারে পৌর মেয়র বরাবরের মত এবারও বলেন, “আমরা নোটিশ দিয়েছি, তারা না উঠলে আমারা কি করব?এ ব্যাপারে আমি কাল উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে আইনগত ব্যাবস্হা নেব।“

আপনার মতামত দিন