জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খাদিজাতুল কুবরাসহ ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) গ্রেপ্তার হওয়া সব ব্যক্তির মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ‘ডিএসএ ভিকটিমস নেটওয়ার্ক’। ডিজিটাল নিরাপত্তা আইনে ভুক্তভোগী ব্যক্তিদের সংগঠনটির পক্ষ থেকে আইনটি বাতিলের দাবিও জানানো হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার ভুক্তভোগী কয়েকজন সংবাদ সম্মেলনে নিজেদের ভোগান্তির কথা তুলে ধরেন।
সম্মেলনে ইশরাত জাহান নামের একজন বলেন, তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ২ বছর ৭ মাস কারাবাস করেছেন। ২০২০ সালের নভেম্বরে তাঁকে র্যাব বাসা থেকে আটক করে। তাঁর অভিযোগ, এরপর রিমান্ডে ও কারাগারে নির্যাতনের শিকার হতে হয়েছে তাঁকে।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বর্তমানে কারাগারে আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খাদিজাতুল কুবরার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তাঁর বোন সিরাজুম মুনিরা। কান্নার জন্য ঠিকমতো কথাই বলতে পারছিলেন না তিনি।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের তরুণ এন ইউ আহমেদ দাবি করেন, তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সহযোগিতা চাইতে গিয়ে উল্টো নিজেই গ্রেপ্তার হয়েছিলেন। তাঁকে ১১ মাস কারাগারে থাকতে হয়েছে।
নিজেদের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ভুক্তভোগী হিসেবে উল্লেখ করে আরও কয়েকজন তাঁদের বক্তব্য উপস্থাপন করেন।