ইভটিজিং এর প্রতিবাদ করায় নবাবগঞ্জে স্কুলছাত্রকে ছুরিকাঘাত

453

নিজস্ব প্রতিবেদক♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার কোলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মোঃ রাশেদূল ইসলাম নামের এক ছাত্রকে ছুরিকাঘাত করেছে বখাটেরা। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাশেদুলকে গুরুতর আহত অবস্থায় প্রথমে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করতে বলেন। বর্তমানে তাকে মিটফোর্ড হাসপাতালের আইসিইউ-তে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ২রা এপ্রিল ২০১১ইং সকাল সাড়ে নয়টার দিকে যথারীতি স্কুলের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে আসছিল। স্কুলের মূল গেটের সামান্য দূরে  লিটন, আলাল, সজিব ও তার সঙ্গীরা মিলে রাস্তায় অবস্থান করে ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। এই ঘটনার প্রতিবাদ করে একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মোঃ রাশেদূল ইসলাম। প্রতিবাদ করায় বখাটেরা তার পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। রাশেদুলের চিৎকার শুনে অন্য ছাত্ররা এসে তাকে উদ্ধার করে এবং দুই বখাটে লিটন ও আলালকে ধরে গনধোলাই দেয়। পরে স্কুলের প্রধান শিক্ষক নবাবগঞ্জ থানার পুলিশকে খবর দিলে, পুলিশ এসে লিটন ও আলালকে থানায় নিয়ে যায়। এঘটনার প্রতিবাদে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী বিক্ষোভ করে এবং ঢাকা-বান্দুরা সড়ক দুই ঘন্টা অবরোধ করে যান চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় রাশেদুলের বাবা আব্দুর রশিদ বাদি হয়ে লিটন,  আলাল ও সজিবের নামে একটি মামলা দায়ের করেছেন।

অন্য খবর  মৈনটে ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক

 

replica Breitling uk

আপনার মতামত দিন