দোহারে ইভটিজিং এর দায়ে ৬ মাসের কারাদণ্ড

467

ঢাকার দোহার উপজেলায় সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রীকে ইভটিজিং এর দায়ে এক বখাটেকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জুনিয়র হাই স্কুলের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে হরিচন্ডি গ্রামের জালাল মুন্সীর বখাটে ছেলে রবিন (২০) প্রায়ই উত্তপ্ত করে এবং কু-প্রস্তাব দেয়। এ ঘটনায় সপ্তম শ্রেণীর ছাত্রীর নানী সুফিয়া বেগম বিষয়টি দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞাকে লিখিতভাবে জানালে তাৎক্ষণিকভাবে  বখাটে রবিনকে আটক করে। পরে দোহার উপজেলা ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নূরুল কবির ভূঁইয়া ৬ মাসের কারাদন্ড দেন।

আপনার মতামত দিন