২৮ জুন : বছরের ১৮০ তম দিন (অধিবর্ষে)
১৩৮৯: কসভোয় ওসমানীয় ও সার্বিয় সেনাদের মধ্যে যুদ্ধ শুরু হয়।
১৬৩৫: ক্যারিবিয়ান সাগরের দ্বীপ গুয়াডেলোপ ফ্রান্সের উপনিবেশে পরিণত হয়।
১৮৫৭: মীর জাফর আলী খান বাংলার নবাব হন ও রবার্ট ক্লাইভ গভর্নর নিযু্ক্ত হন।
১৯১৪: অস্টৃয়ার আর্কডিউক ফ্রাঙ্ক ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফি’কে তৎকালীন অস্ট্রো-হাঙ্গেরীয়ান সাম্রাজ্যের প্রদেশ বসনিয়া-হার্জগোভিনার রাজধানী সারায়েভোতে আততায়ীর হাতে নিহত হন। এর প্রেক্ষিতে ১ম বিশ্বযুদ্ধ শুরু হয়।
১৯৫০: উত্তর কোরিয়ার বাহিনী দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল দখল করে।
জন্ম:
১৭১২: সুইস বংশদ্ভোত ফরাশী দার্শনিক ও পলিম্যাথ জ্যাঁ জ্যাক রুশোর জন্ম।
১৯৪০: শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুস জন্মগ্রহণ করেন।
মৃত্যু:
১৯৮৬: কৃষক নেতা হাজি মোহাম্মদ দানেশের মৃত্যু।
আপনার মতামত দিন