ইতিহাসের এই দিনে: ২৭ জুন

902
ইতিহাসের এই দিনে

২৭ জুন : বছরের ১৭৯ তম দিন (অধিবর্ষে)

১৩৫৮: রাগুসা প্রাজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বর্তমান ক্রোশিয়ার উপকূলীয় এলাকায় প্রতিষ্ঠিত এই রাষ্ট্রটি ১৮০৮ সাল পর্যন্ত টিকে ছিল। নেপোলিয়ান দেশটি দখল করে নেপোলিয়ানিক কিংডম অব ইতালী’র ভেতর বিলুপ্ত করেন।

১৮৯৯: মাত্র ১৩ বছর বয়সে আর্থার জেমস কলিন্স সবধরণের কৃকেটের এ যাবৎকালের সর্বোচ্চ স্কোর অপরাজিত ৬২৮ রান করেন।

১৯০০: সেন্ট্রাল লন্ডনে ইলেকট্রিক রেলওয়ে চালু হয়।

১৯৬৭: মস্কোর কাছে ওবনিনস্ক-এ পৃথিবীর সর্বপ্রথম নিউক্লিয়ার পাওয়ার স্টেশন চালু হয়।

১৯৫৪: বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে হাঙ্গেরী ও ব্রাজিল মুখোমুখি হয়। উত্তোজনাকর খেলাটি এক পর্যায়ে হাতাহাতিতে রুপ নেয়, যা ‘বার্নের যুদ্ধ’ নামে কুখ্যাত হয়ে আছে। খেলাটি বাতিল হয়, এবং এর রিপ্লে খেলার জন্য দুই দল মিলে মাত্র ৯ জন খেলোয়ার সুস্থ্য ছিল।

১৯৬৭: ইংল্যান্ডের এনফিল্ড টাউনে বার্কলেস ব্যাংক কর্তৃক বিশ্বের প্রথম এটিএম মেশিন বসানো হয়। এর আগে বিভিন্ন সময়ে বিভিন্ন শহরে ক্যাশ মেশিন বসানো হয়েছিল, তবে তা এটিএম মেশিন নয়।

১৯৭৭: আফৃকার দেশ ডিজিবুতি ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

অন্য খবর  ইতিহাসের এই দিনে: ০৬ সেপ্টেম্বর

১৯৯১: স্বাধীনতা ঘোষণার দুদিন পর এই দিনে শ্লোভেনিয়ায় যুগোশ্লাভিয়া বিমান, সৈন্য বাহিনী ও ট্যাংক নিয়ে হামলা করে এবং ‘১০-দিনের যুদ্ধ’ শুরু হয়।

জন্ম:

১৯২২: সাংবাদিক জহুর হোসেন চৌধুরীর জন্ম।

১৯৩৯: গায়ক রাহুল দেব বর্মনের জন্ম।

১৯৮৩: দক্ষিণ আফৃকার ফার্স্ট বোলার ডেল স্টইনের জন্ম।

মৃত্যু:

১৯৭৯: কবি বন্দে আলী মিঞার মৃত্যু।

২০০৮: ভারতীয় ফিল্ড মার্শাল শ্যাম মানেখশ’  মৃত্যুবরণ করেন। তিনি ১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধে নেতৃত্ব দেন।

আজ:

ডিজিবুতি-তে স্বাধীনতা দিবস।

ব্রাজিলে মিশ্র জাতি দিবস।

আপনার মতামত দিন