ইতিহাসের এই দিনে: ১৪ জুলাই

676

ইতিহাসের এই দিনে: ১৪ জুলাই

১৯৬৯: এল সালভাদরের কাছে একটি ফুটবল ম্যাচে পারাজয়ের পর হন্ডুরাস ও হন্ডুরাসে এল সালাভাদরের অভিবাসী শ্রমিকদের মধ্যে দাঙ্গা বাধে।

১৯০৩: আমেরিকান লেখক আর্ভিং স্টোন জন্মগ্রহণ করেন।

আজ ফ্রান্সে পালিত হচ্ছে বাস্তিল দিবস। ১৭৮৯ সালে ফরাশী বিপ্লবের সময় বাস্তিল দূর্গের পতন হয়, যার ফলে প্রতিষ্ঠিত হয় প্রথম প্রজাতন্ত্র।

আজ ইরাকের প্রজাতন্ত্র দিবস। ১৯৫৮ সালের এইদিনে আব্দুল করিম কাশেমের নেতৃত্বে হাশেমী রাজতন্ত্রের পতন হয়, এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

আপনার মতামত দিন