১০ সেপ্টেম্বর: বছরের ২৫৩ তম দিন (২৫৪ অধিবর্ষে)
১৫০৯: দি লেসার জাজমেন্ট ডে নামের ভয়াবহ ভূমিকম্প তৎকালীন কন্টান্টিনোপলে আঘাত করে।
১৮২৩: দক্ষিণ আমেরিকার একাধিক দেশের স্বাধীনতার অগ্রাধিনায়ক সিমন বলিভার পেরুর রাষ্ট্রপতি হন।
১৯১৯: দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পর অস্টৃয়া ও তার মিত্ররা সেন্ট জার্মেইনের চুক্তির মাধ্যমে হাঙ্গেরী, পোল্যান্ড, চেকোশ্লোভাকিয়া, যুগোশ্লাভিয়া’র স্বাধীনতা অনুমোদন করে।
১৯৩৯: দ্বিতীয় বিশ্বযুদ্ধে কানাডা জার্মানীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডের জোটে যোগ দেয়।
১৯৬৭: জিব্রাল্টারের জনগন স্পেনের অংশ হওয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যের অধীনেই থাকার পক্ষে ভোট দেয়।
১৯৭৪: গিনি বিসাউ পর্তূগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
২০০২: ঐতিহ্যগত ভাবে নিরপেক্ষ রাষ্ট্র সুইজারল্যান্ড জাতিসংঘে যোগ দেয়।
জন্ম:
১৮৭২: কিংবদন্তী কৃকেটার ও ভারতীয় রাজা কুমার শ্রী রঞ্জিতসিংজী গুজরাটে জন্মগ্রহণ করেন। তিনি ইংল্যান্ডের পক্ষে ১৫টি টেস্ট ম্যাচ খেলেন।
১৯৮৬: আইরিশ কৃকেটার ইয়ন মর্গান জন্মগ্রহণ করেন।
মৃত্যু:
১৭৯৭: লেখিকা মেরী ওলেনক্র্যাফট মৃত্যুবরণ করেন।
১৯২৩: ছড়াকার ও গল্পকার সুকুমার রায় মৃত্যুবরণ করেন।
আজকে:
আজকে গণপ্রজান্ত্রী চীন ও হংকং-এ শিক্ষক দিবস।
আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস।
জিব্রাল্টারে জাতীয় দিবস।