ইতিহাসের এই দিনে: ০৬ সেপ্টেম্বর

972
ইতিহাসের এই দিনে

ইতিহাসের এই দিনে: ০৬ সেপ্টেম্বর

১৪৯২: বিখ্যাত নাবিক ক্রিস্টেফার কলোম্বাস ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে আমেরিকা আবিস্কারের উদ্দ্যেশ্যে যাত্রা শুরু করেন। আমেরিকা পৌছানোর আগে এটাই ছিল ক্রিস্টেফার কলোম্বাসের যাত্রা শুরুর শেষ বন্দর।

১৮৬১: আমেরিকার গৃহ যুদ্ধ: ইউনিয়ন জেনারেল উইলিসিস এস গ্র্যান্টের বাহিনী এক রক্তক্ষয়ী যুদ্ধের পরে কনফেডারেটদের কাছ থেকে কেন্টাকির নিয়ন্ত্রন নেয়। যার ফলে ইউনিয়ন বাহিনীর কাছে টেনেসিস নদীর বেশির ভাগ অংশ নিয়ন্ত্রনে এসে পড়ে।

১৮৬৩: আমেরিকার গৃহ যুদ্ধ: কনফেডারেট বাহিনী দক্ষিন ক্যারোলিনা থেকে সৈন্য প্রত্যাহার করে।

১৯০১: নিউ ইয়র্কে প্যান-প্যাসিফিক সম্মেলনের সময় লিও কজলগোসের গুলিতে আমেরিকার প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলি আহত হন।

১৯৩৯: দ্বিতীয় বিশ্বযুদ্ধ: দক্ষিন আফ্রিকার জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।

১৯৫২: কানাডার প্রথম টেলিভিসন চ্যানেল সিবিএফটি-টিভি এর সম্প্রচার শুরু হয় মন্ট্রিল থেকে।

১৯৬৮: সোয়াজিল্যান্ড স্বাধীনতা লাভ করে।

১৯৭২: মিউনিখ ম্যাসাকার: ৯ ইযরাইলি প্রতিযোগীকে মিউনিখ অলিম্পিক গেমস থেকে অপহরণ করে হত্যা করে ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামী দল ব্ল্যাক সেপ্টেম্বর।

১৯৭৬: সোভিয়েত এয়ার ফোর্স পাইলট লে. ভিক্টোর ব্ল্যান্কো সোভিয়েত ইউনিয়নের তৈরি মিগ-২৫ নিয়ে জাপানের হিদোকো দ্বীপপুঞ্জে অবতরন করে এবং আমেরিকাতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে।  

অন্য খবর  মোবারক হো মাহে রমজান: জীবনযাপন বদলে দেয়ার মাস

জন্ম
১৯৬৫: আইরিশ লেখক ক্রিস্টেফার নোলান।
১৯৬৮: সর্বকালের অন্যতম সেরা ওয়ান-ডে ব্যাটসম্যান সাইদ আনোয়ার।

আপনার মতামত দিন