০২ নভেম্বর: বছরের ৩০৭তম দিন (৩০৮তম অধিবর্ষে)
৬৪৪: দ্বীতিয় খলিফা হযরত উমর ইবনে আল-খাত্তাব (রা.) একজন পার্শিয়ান দাসের হাতে মদিনায় আঘাতপ্রাপ্ত হন। এরফলে চার দিন পর তিনি মারা যান।
১৪৯৩: ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস প্রথমবারের মতো ডমিনিকা দ্বীপ দেখতে পান।
১৮১৭: সবচে’ পুরোনো চর্টার্ড ব্যাংক ব্যাংক অব মন্ট্রিল কানাডার মন্ট্রিলে চালু হয়।
১৯১১: শেভ্রোলেট কোম্পানী গাড়ী উৎপাদন ব্যবসায়ে ফোর্ডের সাথে প্রতিদ্বন্দিতা করার জন্য প্রতিষ্ঠিত হয়।
১৯১৩: যুক্তরাষ্ট্রেএ আয়কর চালু হয়।
১৯১৮: পোল্যান্ড রাশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৫৭: মাহাকাশচারী রাশিয়ান কুকুর লাইকা মারা যায়।
১৯৬৪: ওয়াশিংটন ডিসি’র বাসিন্দারা প্রথমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে সক্ষম হয়।
১৯৭৫: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম শীর্ষ নেতা, মুজিবনগর সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অন্যতম শীর্ষ নেতা এ.এইচ.এম কামরুজ্জামান, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদ, ও সাবেক প্রধানমন্ত্রী মুহাম্মদ মনসুর আলী কারাগারে নিহত হন।
১৯৭৮: ডমিনিকা যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৮৬: ফেডারেল স্টেটস অব মাইক্রোনেশিয়া যুক্তরাষ্টের কাছ থেকে স্বধীনতা লাভ করে।
জন্ম:
১৯৩৩: নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত সেনের জন্ম।
১৯৪৫: কিংবদন্তী জার্মান ফুটবলার জার্ড মুলারের জন্ম। এখন পর্যন্ত তিনি জার্মানীর সর্বাধিক গোলদাতা। তিনি জার্মানীর হয়ে ৬২ ম্যাচে ৬৮টি গোল করেন।
মৃত্যু:
১৯১৯: রস সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের মৃত্যু।
আজ:
বাংলাদেশে জেল হত্যা দিবস।
পানামা: স্বাধীনতা দিবস ও কলম্বিয়া হতে বিভাগ দিবস।