ইতিহাসের এই দিনে: ০১ নভেম্বর

1091
ইতিহাসের এই দিনে

০১ নভেম্বর: বছরের ৩০৫তম দিন (৩০৬তম অধিবর্ষে)

১৫১২: ভ্যাটিকান সিটি’র সিস্টিন চ্যাপেলে’র ছাদে’র নিচে মাইকেল এঞ্জেলো’র আঁকা চিত্র প্রথমবারের মত সাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

১৫৫৫: ফ্রান্সের হিউজেনেটস সম্প্রদায় ব্রাজিলে ফ্রেন্স এন্টার্কটিক কলোনি প্রতিষ্ঠা করে যা আজকের রিউ ডি জেনেরো শহর।

১৬০৪: উইলিয়াম শেক্সপিয়ারের বিয়োগন্তক নাটক ওথেলো প্রথমবার প্রদর্শিত হয় লন্ডনের হোয়াইটহল প্যালেসে।

১৬১১: লন্ডনের হোয়াইটহল প্যালেসে উইলিয়াম শেক্সপিয়ারের রোমান্টিক কমেডি দি টেম্পেস্ট প্রথমবারের মত প্রদর্শিত হয়।

১৭৫৫: পর্তুগালের লিসবনে এক ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে  ছয় থেকে নয় হাজার লোকের প্রাণহানি ঘটে।

১৮০০: জন এডামস  হন প্রথম আমেরিকান প্রেসিডেন্ট যিনি এক্সিকিউটিভ হাউসের বাস করেন যা বর্তমানে হোয়াইট হাউস

১৮৫৮: বৃটিশ রাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর কাছ থেকে ভারতের শাসন ব্যবস্থা গ্রহণ করে।

১৮৮০: কোলকাতায় ঘোড়ায় টানা ট্রাম চলাচল শুরু হয়।

১৮৯৪: ২য় নিকোলাস তার পিতার মৃত্যুর পর রাশিয়ার জার হন। তিনি রাশিয়ার শেষ সম্রাট।

১৯২২: ওসমানীয় সাম্রাজ্যের পতন ঘটলে শেষ সুলতান ৬ষ্ঠ মেহেমেদ অপসারিত হন।

১৯৪৫: অস্ট্রেলিয়া জাতিসংঘে যোগ দেয়।

অন্য খবর  ইতিহাসের এই দিনে: ২৬ জুন

১৯৫৬: ভারতের অন্ধ্র প্রদেশ, মহিসুর, কেরালা রাজ্য স্বীকৃতি পায়।

১৯৭৩: ভারতের মহিসুর প্রদেশের নাম পাল্টে কর্ণাটক রাখা হয়।

১৯৮১: এন্টিগুয়া এন্ড বার্বুডা  যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৮২: প্রথম এশীয় গাড়ী প্রস্ততকারক হিসেবে হোন্ডা আমেরিকায় গাড়ী উৎপাদন শুরু করে।

২০০০: সার্বিয়া জাতিসংঘে যোগ দেয়।

জন্ম:

১৯১৮: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীর জন্ম।

১৯৭৩: মিস ওয়ার্ল্ড ১৯৯৪ ও ভারতীয় অভিনেত্রী ঐশ্বর্য রাই  জন্মগ্রহন করেন।

১৯৭৪: ভারতীয় কৃকেটার ভিঙ্গিপুরাপ্পু ভেঙ্কেটসাই লক্ষণের জন্ম।

মৃত্যু:

১৯৭২: বিখ্যাত আমেরিকান কবি এজরা পাউন্ডের মৃত্যু।

আজকে:

আলজেরীয়ায় জাতীয় দিবস।

এন্টিগুয়া ও বার্বুডা’য় স্বাধীনতা দিবস।

আপনার মতামত দিন