ইডিয়টের আত্মকথা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান

361

আসছে ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮, বৃহস্পতিবার  বেলা ৩ টায় বাংলা একাডেমী প্রাঙ্গনে মোড়ক উন্মোচন হতে যাচ্ছে নতুন লেখক ও সাংবাদিক হীরক রানার প্রথম বই ‘ইডিয়টের আত্মকথা’র। বিশিষ্টজনের উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

লেখক বইটিতে সমাজে ঘটে চলা সত্য ঘটনাবলী তুলে এনেছেন তত্ত্ব আর তথ্যের সাথে নিজের রসবোধ মিশিয়ে।

চারপাশের ঘটনাপ্রবাহ কখনও গল্পে, কখনওবা গদ্যে তুলে ধরা হয়েছে। বইটি প্রকাশ করেছে “আদী প্রকাশনী“, স্টল নং-১৫৫, আর পরিবেশক, নব বই, স্টল নং -৬৫।

বইটির  ‘শুভেচ্ছা-কথা’য় প্রফেসর ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী লিখেছেন :

হীরক রানার লেখাগুলো গল্পের মতো। একটানা পড়া যায়। লেখকের নিজস্ব একটা স্টাইল আছে, যা মৌলিক ও নতুন। তার সব লেখার ভেতরেই গল্প পাওয়া যাবে, যদিও ‘ইডিয়টের আত্মকথা’ গল্পের বই নয়। এ বইতে গভীর কথা আছে, কিন্তু বলা হয়েছে হাল্কাভাবে, যে কাজটা মোটেই সহজ নয়।

তিনি আরও লিখেছেন, অনেক কথা বলেছে সে, অল্পকথায় এবং কথা না-বাড়িয়ে। বইটি পড়লে আনন্দ পাওয়া যাবে, যেমন আমি পেয়েছি। এবং ভাবতেও হবে, যেমন আমাকে ভাবতে হয়েছে। লেখককে আমার অভিনন্দন।

আপনার মতামত দিন