আ.লীগের নির্বাচনী ইশতেহারে থাকছে নতুন চমক

    127

    আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ইশতেহারে থাকছে নতুন চমক। দেশব্যাপী নতুন কর্মসংস্থানের অঙ্গীকার হবে ইশতেহারের অন্যতম আকর্ষণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের ১০ দিন আগে ইশতেহার ঘোষণা করবেন বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম।

    এইচ টি ইমাম বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের স্লোগান ছিল দিন বদলের সনদ, ২০১৪তে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেড় কোটি নতুন ভোটারের জন্য নতুন সময়ের চ্যালেঞ্জ মোকাবেলার সমাধানপথ থাকবে আগামী ইশতেহারে।

    এছাড়াও চরাঞ্চলের মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়, তৃণমূলের নারীদের স্বাস্থ্যসেবাসহ তরুণ উদ্যোক্তা তৈরি করার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানান তিনি।

    পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে এগিয়ে নিতে বড় চমকের ঘোষণা থাকবে ইশতেহারে। থাকবে মাদ্রাসায় কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালুর ঘোষণা। কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলাও হবে অন্যতম অঙ্গীকার।

    আপনার মতামত দিন