দোহারে আড়িয়াল বিল সড়কে ডাকাতি

345

ঢাকার দোহারে আড়িয়ালবিল জালালপুর-পদ্মাবাইপাস সড়কে ডাকাতি হয়েছে।  ডাকাতদল নগদ টাকা, মোবাইল সেট ও তিনটি মোটর সাইকেল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,  বুধবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে উপজেলার আড়িয়ালবিলের জালালপুর-পদ্মাবাইপাস সড়কের অফেল গাছির বাড়ির অদূরে সড়কে গাছে গুড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতদল ডাকাতি করে। 

এসময়ে তারা গালিমপুর বাজার থেকে দোহারে আসার পথে দুইটি সিএনজি থামিয়ে যাত্রীদের হাত-পা বেঁধে চকের মাঝে ফেলে রাখে। এদের একজন হাত-পা খুলে নিকটের ইট ভাটার লোকজনকে ডেকে উঠায় এবং ডাকাতদের অবস্থান জানালে ইটভাটার লোকজন ডাকাতদের ধাওয়া করলে পালিয়ে যায়। এ সময়ে ডাকাতদল নগদ আট হাজার টাকা, ছয়টি মোবাইল সেট এবং দুইটি পালসার, একটি আরটিআরসহ তিনটি মটরসাইকেল লুট করে নিয়ে যায়। 

ডাকাতির সংবাদ পেয়ে রাতেই দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে দোহার থানার এসআই অজয় কুমার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।  ঘটনাটি আমাদের থানাধীন নয়।

আপনার মতামত দিন