ঢাকা-১ আসনে বর্তমান এমপি জাতীয় পার্টির অ্যাডভোকেট সালমা ইসলাম। যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের স্ত্রী তিনি। গত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আবদুল মান্নান খানকে পরাজিত করেন সালমা ইসলাম। জাতীয় পার্টি থেকে সালমা ইসলাম এবারও মনোনয়ন পাবেন। এ আসনে জাতীয় পার্টির আর কোনো প্রার্থীর প্রচার-প্রচারণা নেই বললেই চলে। আওয়ামী লীগের হাত ছাড়া হওয়া এই আসনটি উদ্ধার করতে নৌকা পেতে এলাকায় নিয়মিত গণসংযোগ করছেন বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় প্রথম বাংলাদেশি হিসেবে স্থান পাওয়া সালমান এফ রহমান। তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা পদে রয়েছেন। ২০০১ সালের নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে হেরে যান। জয়ী হয়েছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা। ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী সাবেক বিমান মন্ত্রী আবদুল মান্নানকে পরাজিত করে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী ও তৎকালীন দফতর সম্পাদক অ্যাডভোকেট আবদুল মান্নান খান। ছাত্র ইউনিয়ন ১৬তম কমিটির সভাপতি ছিলেন আবদুল মান্নান খান। বর্তমানে আবদুল মান্নান খান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। আবদুল মান্নান খান এবারও নৌকা প্রতীক চান। তিনি এলাকায় ব্যাপকভাবে কাজ করে চলছেন। মান্নান খান এবারও আশাবাদী।
এই আসনে প্রভাবশালী ক্যান্ডিডেট বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিতির সিনিয়র সহ সভাপতি নির্মল রঞ্জন গুহ। ঢাকা জেলা পূজা উদযাপন কমিতির সভাপতি হিসাবে রয়েছে ৭৫হাজার হিন্দু সম্প্রদায়ের ভোটের উপর একক আধিপত্য। এছাড়া গোয়েন্দা প্রতিবেদনে তার রেটিং অনেক ভালো। ত্যাগী, দলের প্রতি নিবেদিত হিসাবে, স্বচ্ছ রাজনীতিক হিসাবে দলের প্রধানের কাছে রয়েছে তার অসাধারণ গুরুত্ব।
এ আসনে নৌকা প্রতীক পেতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমানে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ। তিনি নিয়মিত এলাকায় গণসংযোগ, কর্মিসভা করে চলেছেন। স্থানীয় ছাত্রলীগ, যুবলীগসহ তরুণ ভোটারদের মধ্যে তার ব্যাপক পরিচিত রয়েছে। এ ছাড়া তিনি আওয়ামী কেন্দ্রীয় কমিটির উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ছিলেন। ১৯৮৬ ও ১৯৯১ সালে জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন বর্তমানে ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। ঢাকা জেলা প্রশাসক হওয়ায় এবার জাতীয় নির্বাচনে তিনি অংশ নেবেন কিনা তা এখনো সুস্পষ্ট নয়। তবে বর্তমানে সালমান এফ রহমানের বিভিন্ন প্রোগ্রামে তাকে নিয়মিতই দেখা যায়। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ব্যবসায়ী মো. নূর আলীও রয়েছেন আলোচনায়। ২০০১ সালে তৎকালীন ঢাকা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তিনি। বিএনপির প্রার্থী আবদুল মান্নানের কাছে পরাজিত হয়েছিলেন নূর আলী। বর্তমানে তিনি ঢাকা-১ আসনের ভোটার। অন্যদিকে আগামী জাতীয় নির্বাচনে এ আসনের দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে এখন থেকেই হিসাব-নিকাশ কষছেন বিএনপি নেতারা। উপযুক্ত প্রার্থী মনোনয়নের ক্ষেত্রেও স্থানীয় নেতাদের মতামত প্রাধান্য দেবে দলটি। আগামী ওই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে এই আসনটিতে কে পাবেন মনোনয়ন এ নিয়ে নেতাদের মধ্য চলছে খোশ-গল্প। কৌতূহলের বশে তাদের অনেকেই টানছেন ‘হুদা’ প্রসঙ্গ। সালমান এফ রহমান এবং নাজমুল হুদা সম্পর্কে চাচা-ভাতিজা। দীর্ঘদিন দুজনের মধ্যে খুব মান-অভিমান ছিল। কয়েকদিন আগে অবশ্য তাদের অভিমানের সমাধান হয়েছে। সম্পর্কের উন্নতির ফলে একই মঞ্চে বসে সভা করেছেন তারা। একটি সূত্র জানিয়েছে, এ বছর নাজমুল হুদা এই আসন থেকে নির্বাচনে অংশ নাও নিতে পারেন। তাকে ঢাকার অন্য একটি আসন ‘সমঝোতা’র মাধ্যমে ছেড়ে দিলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট বা মহাজোটকে ছাড় দেবেন নাজমুল হুদা। আর তা না হলে তিনি এ আসনে লড়বেন বলে জানা গেছে। এ আসনে এবার বিএনপির মনোনয়ন পেতে জোর প্রচার-প্রচারণায় রয়েছেন সাবেক বিমানমন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান। তিনি ু৪ বারের সাবেক এমপি নিয়মিত এলাকায় গণসংযোগ করে চলেছেন। আরেক শক্তিশালী প্রার্থী ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক। তিনি নিয়মিত গণসংযোগ করে যাচ্ছেন। বিএনপির নেতা-কর্মীরা আসনটি পুনরুদ্ধারের জন্য তাকেই ধানের শীষ প্রতীকে দেখতে চান। অসম্ভব জনপ্রিয় এই নেতা সরকার বিরোধী আন্দোলনে ছিলেন সোচ্চার। নেতা-কর্মিদের সাথে তার আন্তরিক ও সার্বক্ষণীক যোগাযোগ রয়েছে।