আম পাড়াকে কেন্দ্র করে কৈলাইলে ৫ জনকে কুপিয়ে জখম

82

আম পাড়াকে কেন্দ্র করে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নে ৫ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আহতরা হলেন হরেরাম পোদ্দার, রতন পোদ্দার, মাদব পোদ্দার, দিলীপ পোদ্দার ও আন্না পোদ্দার। প্রথমে সবাইকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মাঝে মাদব ও রতন পোদ্দারের অবস্থা ঝুকিপূর্ন হওয়ায় তাদের নবাবগঞ্জ থেকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এলাকাবাসী থেকে জানা যায়, হরেরামের সাথে তার প্রতিবেশী বিমলের সাথে আমগাছ নিয়ে বেশ কিছু ধরেই ঝামেলা চলছে। প্রতিবছরই আমের সময় আসলে আম পাড়া নিয়ে কথা কাটাকাটি হয় দুই পক্ষের। এই আম পাড়া ও আম চুরি করা নিয়ে বৃহস্পতিবার সকালে তাদের দুই পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায় বিমল, তার ছেলে রাজকুমার এবং পরশের স্ত্রী তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এই বিষয়ে নবাবগঞ্জ থানা উপপরিদর্শক শাহাদাত নিউজ৩৯ কে বলেন, আমরা বিষয়টি জেনেছি। এই ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত দিন