আবু আশফাক জামিনে মুক্তি

64
আবু আশফাক জামিনে মুক্তি

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাক জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা জেলার বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে সোমবার (৬ ফেব্রুয়ারি) হাইকোর্ট বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এ কে এম ইমরুল কায়েশের আদালত তার জামিন মঞ্জুর করেন। আদালতে খন্দকার আবু আশফাকের পক্ষে শুনানি করেন আইনজীবী এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। গত ৭ ডিসেম্বর পুলিশ বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এলাকা থেকে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে। পরে পুলিশের ওপর হামলা, হামলায় পরিকল্পনা ও উস্কানির অভিযোগে পরদিন ৮ ডিসেম্বর পল্টন থানায় মামলা করা হয়।

আপনার মতামত দিন