আন্তা গ্রামে দূর্ধষ ডাকাতি

256

আবু নাইম, নিউজ ৩৯ ♦ ঈদের আগে ৪ নভেম্বর শুক্রবার রাত দেড়টার দিকে এক দূর্ধষ ডাকাতি সংগঠিত হয়েছে নয়াবাড়ী ইউনিয়নের আন্তা গ্রামে।

আন্তা গ্রামের ওয়াহেদ মন্ডলের ছেলে কৃষক হারুন মন্ডলের বাড়িতে এ ডাকাতি সংগঠিত হয়। দেশীয় অস্ত্রে সজ্জিত ডাকাতরা এসময় অস্ত্রের মুখে ওয়াহেদ মন্ডল ও তার পরিবারের কাছ থেকে নগদ ৭০,০০০ টাকা, চার ভরি স্বর্ণের অলঙ্কার ও জমির দলিল-পত্র নিয়ে যায়।

আপনার মতামত দিন