আজও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

2
আজও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

ঘন কুয়াশায় ফের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিনটি গাড়ির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন।

আজ সোমবার সকাল ৬টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৬টার দিকে মাওয়া থেকে আসা ঢাকামুখী প্রাইভেটকারকে একটি পিকআপ ধাক্কা দেয়। পরে গাড়ি থেকে নেমে দুই পক্ষ কথা বলার সময় অন্য একটি মালবাহী ট্রাক এসে নতুন করে ধাক্কা দেয়। এসময় প্রাইভেটকার থেকে নামা পান্না রানি দাশ (৪০) নামের এক নারী সড়কের রেলিংয়ে পিষ্ট হয়ে মারা যান। আহত হন আরও ৫ জন। পরে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, মাওয়া থেকে ঢাকা যাওয়ার পথে এক্সপ্রেসওয়েটির ঢাকাগামী লেনে যানবাহনগুলোর বেপরোয়া গতি ও ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন, ‘ঘন কুয়াশার কারণে এক্সপ্রেসওয়েতে তিনটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করি। এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

অন্য খবর  সাদপন্থি মুখপাত্র মুয়াজ বিন নূর ৩ দিনের রিমান্ডে

নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, প্রাইভেটকারে থাকা সকলে একই পরিবারের সদস্য। তারা মাওয়া এলাকায় রাতে ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে কুচিয়ামোড়া এলাকায় ঘন কুয়াশার কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মৃত পান্না রানি দাশ সহ প্রাইভেট কারে থাকা সবাই ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার তাতীবাজারে বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন।’

এর আগে গতকাল রবিবার ভোর ৪টার দিকে প্রথমে দুটি পণ্যবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর সকাল সাড়ে ৭টার দিকে দুটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা দেয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। একই সময় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে চাপা দিলে আহত হন আরও কয়েকজন।

আপনার মতামত দিন