আইসিইউতে নয়াবাড়ি ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান

991
নয়াবাড়ি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সদস্য ও দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান প্রচন্ড জ্বর, নিউমোনিয়া ও শ্বাস কস্ট নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি গত কয়েকদিন ধরেই জ্বর, ঠান্ডায় আক্রান্ত ছিলেন। এর মাঝে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরো অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

শামীম আহমেদ হান্নান নয়বাড়ি ইউনিয়নের টানা দুই বারের চেয়ারম্যান। স্বজ্জন, বন্ধুবৎসল হিসাবে ইউনিয়নে তার সুনাম আছে। তাছাড়া বিভিন্ন সামাজিককাজে তাকে সবসময় পাওয়া যায়। দোহার-নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্টের বাঁধ রক্ষা কাজ থেকে শুরু করে করোনা খাদ্য সহায়তা সবকিছুতেই তিনি ছিলেন সামনের সারিতে। তার সুস্থতার জন্য তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছে। নিউজ৩৯ পরিবার ও দোহার নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্ট তার আশু সুস্থতা কামনা করে।

আপনার মতামত দিন