অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করায় মোবাইল কোর্টে অর্থদণ্ড

2
অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করায় মোবাইল কোর্টে অর্থদণ্ড

দোহার উপজেলার জয়পাড়া এলাকায় দুইটি রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও পরিবেশনের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

গতকাল(১৫ই জানুয়ারি) অভিযানে দুই রেস্তোরাঁকে মোট ১৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসরিফ সিবগাত উল্লাহ।

এছাড়া একই দিনে কাচারিঘাট এলাকায় একটি বেকারি ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিপণ্য উৎপাদন ও বিপণনের দায়ে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জনস্বার্থে দোহার উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত দিন