৯টি মাদ্রাসায় শামীমা রাহিম শীলার খাবার পরিবেশন

207
৯টি মাদ্রাসায় শামীমা রাহিম শীলার খাবার পরিবেশন

৩১ জানুয়ারী ২০২১ রবিবার দোহার ও নবাবগঞ্জের ৯ টি মাদ্রাসায় ১৫০০ শিক্ষার্থীর জন্য খাবার পরিবেশন করেছেন দোহার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী শামীমা রাহিম শীলা। ৯টি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য তিনি নিজের ব্যক্তিগত অর্থ থেকে এই খাবার পরিবেশন করেন। এই সময় ৯টি মাদ্রাসার ১৫০০ জন শিক্ষার্থীর মাঝে দুপুরের এই খাবার পরিবেশন করা হয়। এই মাদ্রাসাগুলো হল উত্তর শিমুলিয়া মাদ্রাসা ও এতিমখানা, দক্ষিণ শিমুলিয়া বড় মসজিদ মাদ্রাসা ও এতিমখানা, দক্ষিণ শিমুলিয়া কবরস্হান মাদ্রাসা ও এতিমখানা,রওজাতুল্লা মেঘুলা মাদ্রাসা ও এতিমখানা, ফজলেখোদা মাদ্রাসা ও এতিমখানা,মেঘুলা বাজার, ফাতেমাতুজ জোহুরা মহিলা মাদ্রাসা, মালিকান্দা, জামেয়া ইসলামাবাদ মাদ্রাসা ও এতিমখানা, সুতারপাড়া হলের বাজার মুন্তাজিয়া মাদ্রাসা, সোনাহাজরা মাদ্রাসা ও এতিমখানা।

আপনার মতামত দিন